ছবি: সংগৃহীত
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে এবার অজ্ঞাত পরিচয়ে দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত ছয় মাসে ওই ভবনটি হতে পাঁচজনের মরদেহ উদ্ধার করল পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ওই দুই ব্যক্তির মৃতদেহের আশপাশের আলামত সংগ্রহ করেছে। সেইসঙ্গে মৃতদেহ দুটি অধিক তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, এ ঘটনায় এই পরিত্যাক্ত ভবন ও এর আশপাশে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অচিরেই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এলাকাবাসী জানান, ভবনটিতে বারবার নানা ধরনের অপকর্মসহ হত্যাকাণ্ড সংঘটিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ফলে গত কয়েক মাসে অপরাধচক্র দূরদূরান্ত থেকে মৃতদেহ এখানে এনে তা পুড়িয়ে তাদের পরিচয় গোপন করছেন। এর আগেও তিনজনের মৃতদেহ উদ্ধার হয়, তবে তাদের পরিচয় যেমন শনাক্ত করা যায়নি, তেমনি এই চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের ধরা সম্ভব হয়নি।
জানা যায়, সাভার পৌর এলাকায় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারটি ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত ওই ভবনটি মাদকসেবীসহ অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়।




