Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

যশোরে সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ৮, আসামি ১৯

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৬, ৯ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

যশোরে সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ৮, আসামি ১৯

ছবি- সংগৃহীত

যশোরের চাঁচড়া মোড়ে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওয়ারেন্ট অফিসার বোরহান উদ্দিন। এ ঘটনায় আট জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন, চাঁচড়া মধ্যপাড়ার বাবু শেখ, ইসমাইল শেখ, শংকরপুর জমাদ্দারপাড়ার আলা উদ্দিন আলা, মণিরামপুর উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের দেলোয়ার হোসেন, রেলরোড তরকারী বাজার এলাকার দুলাল, ঝিকরগাছার কুলিয়া গ্রামের রেজাউল ইসলাম ও সাগরপুর গ্রামের রিপন ওরফে মিকাইল ও শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বিপ্লব হোসেন। 

পলাতক আসামিরা হলেন, ইমাম হোসেন, বাবু,বিল্লাল হোসেন, কুরবান, শাহাদত হোসেন, টুকু, সাজু, হামিদ,চায়না, জুম্মান ও শফিয়ার। এদিকে, এ ঘটনায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। তারা হলেন শাহীন ও পিন্টু কুমার রায়। তারা যশোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মামলায় উল্লেখ করা হয়,সেনাবাহিনীর কাছে খবর আসে চাঁচড়া চেকপোস্ট মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে করে যানজট ও জনভোগান্তি হচ্ছে। দুপুর ২ টায় সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। রাস্তায় যানজট স্বাভাবিক করার চেষ্টা করলে শ্রমিকরা সেনাবাহিনীর সদস্যদের সরকারি কাজে বাধা সৃষ্টি করে এমনকি তাদের  উপর ইট পাটকেল নিক্ষেপ করে।এতে দুই সদস্য গুরুতর জখম হন। পরে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

এদিকে অপর একটি সূত্র জানায় ,এঘটনার পর ওই দিনই সেনাবাহিনী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে ঘটনার সাথে জড়িতদেন নাম ঠিকানা সংগ্রহ করে নেতাদের ছেড়ে দেয় ও জড়িতদের ধরতে অভিযান শুরু করে।