Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

শোলাকিয়া ঈদগার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৯ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

শোলাকিয়া ঈদগার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের নির্দেশনা

ছবি- সংগৃহীত

ঈদের বাকি আর মাত্র দু'দিন। আসছে বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর। ঈদের জামাত আয়োজনকে আমলে নিয়ে এরই মধ্যে কিশোরগঞ্জের ২৭৪ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এবার ময়দানের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, এপিবিএনের পাশাপাশি থাকবে ৫ প্লাটুন বিজিবি।

মঙ্গলবর ঈদগায় পরিদর্শনে গিয়ে পুলিশ ও এপিবিএন সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এ সময় তিনি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে আধুনিক ডিভাইসগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে ৩৪টি চেকপোস্ট। সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। নিরাপত্তা পর্যবেক্ষণে থাকবে চারটি ড্রোন।

ঈদগাসহ আশপাশের এলাকা পর্যবেক্ষণে বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। ঈদগায় রয়েছে পুলিশ ও র‍্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার। থাকবে বোমা নিষ্ক্রীয়করণ দল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer