Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বহুতল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত: ১৭:০২, ২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

বগুড়ায় বহুতল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ছবি- সংগৃহীত

বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ছয়তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

জানা গেছে, মার্কেটটি মূলত ইলেক্ট্রনিক্স ও ওষুধের পাইকারি বেচাকেনা হয়ে থাকে। আগুন লাগা ষষ্ঠ তলায় পুরোটা জুড়েই ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে আগুনে নিয়ন্ত্রণে বগুড়ার ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্কলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables