Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৪ ১৪৩২, শনিবার ৩০ আগস্ট ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু হলো। 

এর মধ্যে ইজতেমা ময়দানে ৭ জন এবং ময়দানে আসার পথে এক মুসল্লি মারা যান।  জানা যায়, রোববার ভোরে মারা যান যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁদাতোলা গ্রামের কবির হোসেনের ছেলে হারুন অর রশিদ (৬৫)।

এর আগে ময়দানে মারা যাওয়া আরও ৬ মুসল্লি হলেন- ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মন্ডলের ছেলে জালাল মন্ডল (৬০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। 

এছাড়া বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables