Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

যশোরে বিএনপির নেতা অমিতের বাড়িতে ককটেল হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

যশোরে বিএনপির নেতা অমিতের বাড়িতে ককটেল হামলা

ছবি- সংগৃহীত

যশোরে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে।শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক ককটেল বোমা ছোড়া হয়।

অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা তার চাচার বাড়িতেও ককটেল নিক্ষেপ করেছে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমার স্পিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা। রাতে এ বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষজনও।
 
তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি।এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শহর জুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকা বাজি ফুটছে। কোথাও কোন বোমা বিস্ফোরণের খবর জানা নেই।
তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
 
প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি'র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer