Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

২ প্রতিষ্ঠান ও ১৯ বিশিষ্ট জন পাচ্ছেন এবারের একুশে পদক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

২ প্রতিষ্ঠান ও ১৯ বিশিষ্ট জন পাচ্ছেন এবারের একুশে পদক

ফাইল ছবি

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের একুশে পদক পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন: খালেদা মুনযুর- ই- খুদা (ভাষা আন্দোলন), বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর), ভাষা আন্দোলন। হাজী মোহাম্মদ মজিবর রহমান (ভাষা আন্দোলন)। এ ছাড়াও অভিনেতা মাসুদ আলী খান (শিল্পকলা-অভিনয়) ও শিমুল ইউসুফ (শিল্পকলা-অভিনয়), সাংবাদিক শাহ আলমগীর (মরণোত্তর) সাংবাদিকতায়, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা (শিল্পকলা-চিত্রকলা) ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় (শিল্পকলা আবৃত্তি)।

আরও যারা রয়েছেন মনোরঞ্জর ঘোষাল (শিল্পকলা সংগীত), গাজী আব্দুল হাকিম (শিল্পকলা সংগীত) ফজলে এ খোদা (মরণোত্তর) (শিল্পকলা সংগীত), নওয়াজীশ আলী খান (শিল্পকলা), মমতাজ উদ্দিন (মরণোত্তর) মুক্তিযুদ্ধ, ড. মো. আব্দুল মজিদ (গবেষণা) প্রফেসর ড . মযহারুল ইসলাম (মরণোত্তর) শিক্ষা, বাংলাদেশ জাতীয় জাদুঘর (শিক্ষা) বিদ্যানন্দ ফাউন্ডেশন (সমাজ সেবা), মো. সাইদুল হক (সমাজ সেবা), অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর) রাজনীতি, আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) রাজনীতি, ড. মনিরুজ্জামান (ভাষা ও সাহিত্য)।

রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার এ পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer