Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

কৃষি গবেষণাকে এগিয়ে নিতে যশোরে বিভাগীয় কর্মশালা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২৯ মে ২০২১

প্রিন্ট:

কৃষি গবেষণাকে এগিয়ে নিতে যশোরে বিভাগীয় কর্মশালা

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন দুইদিনব্যাপী খুলনা বিভাগীয় কর্মশালা হয়েছে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রে মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম। এসময় ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জিএমএ গফুর, আঞ্চলিক গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ, বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

কর্মশালায় মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে সুপারিশ গ্রহণসহ গতবছরের সুপারিশ আলোকে গৃহিত কর্মসূচির ফলাফল পর্যালোচনা ও চলতি বছরে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়। দুইদিনব্যাপী কর্মশালায় খুলানা বিভাগের অর্ধশতাধিক কৃষি গবেষক, কর্মকর্তা, অফিসার অংশ নেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer