Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩২, মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫

রাষ্ট্রদূত পদায়ন সংক্রান্ত রিভিউ মিটিং আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯, ১৭ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

রাষ্ট্রদূত পদায়ন সংক্রান্ত রিভিউ মিটিং আজ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক আজ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় হবে এ বৈঠক। যেখানে রাষ্ট্রদূত, হাইকমিশনার, কনসাল জেনারেলসহ মহাপরিচালক এবং তদূর্ধ্ব পদে নিয়োগ ও বদলির সমুদয় প্রস্তাব পর্যালোচনা করা হবে। সূত্র বলছে, প্রায় দু’মাস বিরতিতে বৈঠকটি হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূতের শূন্য পদে নিয়োগের প্রস্তাবগুলোও 
রিভিউ’র কথা রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি কাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির পরামর্শ বিবেচ্য। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নেতৃত্বাধীন ওই কমিটির অন্যরা হলেন- নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্বপালন করছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables