Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩২, শনিবার ১৮ অক্টোবর ২০২৫

মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর ফরচুন শপিংমলের একটি জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় সংঘটিত এই চুরির ঘটনায় ব্যাপক তদন্ত চালিয়ে ডিবি চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য, গ্রেপ্তারদের পরিচয় ও চুরির পদ্ধতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৮ অক্টোবর দিনগত রাতে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিংমলে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে। দোকান মালিকের দাবি, ৫০০ ভরি চুরি যাওয়া বিপুল এ স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables