Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৯ ১৪৩২, বুধবার ১৫ অক্টোবর ২০২৫

শাহবাগ ব্লকেড উঠিয়ে নিলেন শিক্ষকরা : দাবি মানা না হলে নতুন কর্মসূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫৬, ১৫ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

শাহবাগ ব্লকেড উঠিয়ে নিলেন শিক্ষকরা : দাবি মানা না হলে নতুন কর্মসূচি

ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়াসহ তিন দাবি বুধবারের (১৫ অক্টোবর) মধ্যে মানার কথা বলে শাহবাগ ব্লকেড ছেড়ে দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।নির্ধারিত সময়ে দাবি মানা না হলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন তারা।
 
বিকেলে দাবি আদায়ে নতুন সময় বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা। ব্লকেড উঠিয়ে নেয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এরআগে, দুপুর ২টার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দেন তারা। শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন তারা।  

২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গেলো রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনই নতুন নতুন আলটিমেটাম দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না তাদের।শিক্ষকদের অভিযোগ, কথা দিয়েও কথা রাখছে না সরকার। দাবি মেনে না নিয়ে শিক্ষকদের সঙ্গে টালবাহানা করছে।
 
শিক্ষকদের এ কর্মসূচির কারণে সারা দেশের এমপিওভুক্ত বেশিরভাগ স্কুলে কর্মবিরতি চলছে।এদিকে বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables