Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৮ ১৪৩২, বুধবার ১৫ অক্টোবর ২০২৫

যশোর নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ১৫ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

যশোর নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্নমানের চাল সংরক্ষণ ও ধান ক্রয়ের হিসাবের গড়মিলের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক যশোর কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্র জানায়,শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে মোট ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন। একইভাবে ধান ক্রয়েও (১হাজার ৫৬ মেট্রিক টন) তিনি কমিশন আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সহকারী পরিচালক আল-আমীন জানান, অভিযানের সময় ৪, ৫ ও ৬ নম্বর গুদামে নিম্নমানের চাল পাওয়া যায় এবং ধান ক্রয়ের কোন সঠিক হিসাব উপস্থাপন করতে পারেননি কর্মকর্তা। এ কারণে তাকে দুদক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান ও উপ-খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গুদামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables