Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩২, রোববার ১২ অক্টোবর ২০২৫

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রোববার  দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি পঞ্চগড়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এমন মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সারজিস বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

সংগীতাঙ্গনের এই তারকার মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন। এ ঘটনাকে ঘিরে রাজনীতি ও বিনোদন দুই অঙ্গনেই চলছে তুমুল আলোচনা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables