Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৫ ১৪৩২, রোববার ১২ অক্টোবর ২০২৫

রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশ করতে দিল না পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১১ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশ করতে দিল না পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের বাধায় কর্মী সম্মেলন করতে পারেনি জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে পার্টি অফিসের সামনেই এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables