Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

তোফায়েল আহমেদ হাসপাতালে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

তোফায়েল আহমেদ হাসপাতালে

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রোববার দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তোফায়েল আহমেদের একমাত্র সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নী ও তার স্বামী তৌহিদুজ্জামান তুহিন পেশায় চিকিৎসক। মূলত তারাই তোফায়েল আহমেদকে দেখভাল করছেন। তাদের পরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন, তিন বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। পরেও একাধিকবার করোনা আক্রান্ত হন। তার স্মৃতিশক্তি নেই বললেই চলে। 

ওই সময় তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন জানিয়েছিলেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ প্রতিদিন গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টা ঘুমিয়ে থাকেন। কাউকে চেনেনও না। তার বাঁ হাত ও পা অবশ হয়ে আছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables