Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

প্রকাশিত: ১৯:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

ফাইল ছবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নূরুল মজিদ। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।কারা কর্তৃপক্ষ জানায়, অবস্থার অবনতি হলে নূরুল মজিদকে রোববার বিকেলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য নূরুল মজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নূরুল মজিদ। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।কারা কর্তৃপক্ষ জানায়, অবস্থার অবনতি হলে নূরুল মজিদকে গতকাল রোববার বিকেলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য নূরুল মজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables