Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩২, রোববার ১২ অক্টোবর ২০২৫

সোমবার থেকেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ১২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

সোমবার থেকেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি একদিন এগিয়ে এনে সোমবার থেকেই সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক নেতাদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনের কর্মসূচি থেকে সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন তারা। সে সময় জানানো হয়েছিল, দাবি না মানলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করা হবে। তবে প্রেসক্লাব এলাকায় শিক্ষক সমাবেশে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনা এবং কয়েকজন শিক্ষককে আটক করার প্রতিবাদে কর্মসূচিটি একদিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables