Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৭ ১৪৩২, মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫

স্বর্ণের দামে নতুন রেকর্ড : ভরি দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৩ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

স্বর্ণের দামে নতুন রেকর্ড : ভরি দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে বাড়ানো হয়েছে চার হাজার ৬১৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণ  কিনতে গুনতে হবে দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৬১৮ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। তাতে ভালো মানের এক ভরি রুপার দাম দাঁড়াবে প্রায় ছয় হাজার ২০৫ টাকা, যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। 

এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৮৫ টাকা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables