Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

এক সপ্তাহের জন্য আইপিএলের সব ম্যাচ স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৯ মে ২০২৫

প্রিন্ট:

এক সপ্তাহের জন্য আইপিএলের সব ম্যাচ স্থগিত

ফাইল ছবি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ক্রিকেটার, কোচিং স্টাফসহ আইপিএলের সঙ্গে সম্পৃক্ত সকলের নিরাপত্তা নিশ্চিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহের জন্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)  স্থগিত ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের কথা প্রথম বলা হলেও পরে নিরাপত্তার কারণে ক্রিকেটার, স্টাফ অন্যান্যদের দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। মাঠে উপস্থিত দর্শকদেরও মাঠ থেকে বের করে দেওয়া হয়।   

এর পরেই বিসিসিআই নড়েচড়ে বসে। জরুরি বৈঠকে বসে  শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করার কথা জানানো হয়েছে।  লিগের স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা  বলেন, যখন  দেশ যুদ্ধে লিপ্ত তখন লিগের খেলা স্থগিত রাখা হয়েছে। এই লিগ ২৫ মে কলকাতায় শেষ হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে পরবর্তী খেলা গুলি নিরাপদ শহরগুলিতে করা যায় কিনা সেইমত নতুন সূচি ঘোষণা করা হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer