Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ মাঘ ১৪২৮, শুক্রবার ২১ জানুয়ারি ২০২২, ৪:০৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম রায়


১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার, ০৬:০৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম রায়

দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতির মাধ্যমে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই শিল্পী।

বিবৃতিতে অনুপম বলেন, “আমরা- অনুপম ও পিয়া দু’জনে মিলে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্বাধীনভাবে বন্ধু হিসেবে থাকবো আমরা।”

তাদের দীর্ঘদিনের পথচলাকে ‘সুন্দর’ আখ্যা দিয়ে জনপ্রিয় এই গায়ক আরও বলেন, “আমাদের এই যাত্রা ছিল নানা অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতিতে ভরা। যদিও ব্যক্তি হিসেবে মত পার্থক্যর কারণে, আমরা ভেবেছি স্বামী-স্ত্রী হিসেবে ভিন্ন হয়ে যাওয়াই আমাদের জন্য মঙ্গল। আগেও যেমন ভাল বন্ধু ছিলাম আমরা ভবিষ্যতেও তেমনই থাকব। একে অন্যের সঙ্গে জুড়ে থাকব সব সময়।”

২০১৫ সালের ৬ ডিসেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। বিয়ের আগে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিলো তাদের। পিয়া নিজেও গান করেন। অনুপম রায়ের মতো অতো খ্যাতি মেলেনি তার। তবে, অনুপম ও পিয়াকে এক সঙ্গে বহু অনুষ্ঠানে গাইতে দেখা গেছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।