Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

১২টা থেকে ইউরোপের ফ্লাইট বন্ধ, আসলেই পুশব্যাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ১৬ মার্চ ২০২০

আপডেট: ১১:৪৯, ১৬ মার্চ ২০২০

প্রিন্ট:

১২টা থেকে ইউরোপের ফ্লাইট বন্ধ, আসলেই পুশব্যাক

ঢাকা : করোনার কারণে দুপুর ১২টা থেকে ইউরোপের সব ফ্লাইটের ঢাকায় আসা বন্ধ। সোমবার বেলা ১১টায় সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। কোনো যাত্রী যদি দেশে আসেনও তবে তাকে পুশব্যাক করা হবে বলেও জানান তিনি।

এর আগে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মো. মফিদুর রহমান জানিয়েছিলেন, ব্রিটিশ ও লন্ডন ছাড়া অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো যাত্রী আসবে না। প্রত্যেক এয়ারলাইন্সকে বলে দেয়া হয়েছে, আর কোনো দেশ থেকে যেন তারা কোনো যাত্রী না নেয়।

তারপরও কোনো এয়ারলাইন্স যদি কাউকে নিয়ে আসে। আমার এখানে ল্যান্ড করার অনুমতি দেব না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables