Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ মাঘ ১৪২৮, মঙ্গলবার ২৫ জানুয়ারি ২০২২, ১:০৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

হোটেল থেকে হলিউড অভিনেতা বব সেগেটের দেহ উদ্ধার


১০ জানুয়ারি ২০২২ সোমবার, ০৪:০৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


হোটেল থেকে হলিউড অভিনেতা বব সেগেটের দেহ উদ্ধার

রহস্যময় মৃত্যু হয়েছে হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা বব সেগেটের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত রিটজ-কার্লটন ওরলান্ডো হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তারা ৬৫ বছর বয়সী অভিনেতার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হোটেল কক্ষে মাদক ব্যবহারের কোনো আলামতও পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে স্ট্রোক করেই মৃত্যু হয়েছে বব সেগেটের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে একটি কমেডি ট্যুর শুরু করেছিলেন এই অভিনেতা। ট্যুরের জন্যই সেগেট ফ্লোরিডার সেই হোটেলে অবস্থান করছিলেন।

হলিউডের বিখ্যাত অভিনেতা জিম ক্যারি এক টুইটে বলেন, বব সেগেটে ৬৫ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন। তার একটি বড়, বিশাল বড় একটি হৃদয় ছিলো। সেইসঙ্গে তার কৌতুক করার গুণ ছিলো প্রশংসনীয়। বিশ্বকে তিনি অনেক আনন্দ দিয়েছেন।

বব সেগেট একজন বিখ্যাত কমেডিয়ান। টেলিভিশন উপস্থাপক এবং পরিচালক হিসেবেও পরিচিত তিনি। আশির দশকে ‘ফুল হাউজ’ শো দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। তার স্ট্যান্ড-আপ কমেডি মন ভরিয়েছিলো ভক্তদের।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।