Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতালে পেরুর কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাসপাতালে পেরুর কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

ঢাকা: পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে শুক্রবার হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উচ্চরক্তচাপ ও জিহ্বার ব্যথায় ভুগছেন।

দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি ২৫ বছরের কারাদ- ভোগ করছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট একের পর এক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।
মুখ্য কারা কর্মকর্তা জুলিও মাগান বলেন, ফুজিমোরির উচ্চ রক্তচাপ ও জিহ্বায় প্রচ- ব্যথা দেখা দেয়। এই কারণে কারাগারের চিকিৎসক তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এর আগে তার গ্যাসট্রিকের সমস্যা ছিল। তার চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। এছাড়াও তার জিহ্বায় ক্যান্সারের মতো উপসর্গ দেখা দেয়ায় পাঁচবার অস্ত্রোপচার করা হয়।

তার মেয়ে কেইকো অল্পের জন্য পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যডানপন্থী প্রার্থী পেদ্রো পাবলো কুজিনস্কির কাছে পরাজিত হওয়ার ১২দিন পর তাকে হাসপাতালে পাঠানো হল।

ফুজিমোরি ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে তাকে প্রথমবারের মতো কারাগারে পাঠানো হয়।

১৯৯০ এর দশকে শাইনিং পাথ গেরিলা সংগঠনের সদস্যদের ডেথ স্কোয়াডে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৯ সালে তাকে সাজা দেয়া হয়।

তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও তহবিল তছরুপেরও অভিযোগ প্রমাণিত হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables