Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ৯:৩২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়


১৯ আগস্ট ২০১৯ সোমবার, ১১:৫৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ঢাকা : কলকাতার বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুদিন আগে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসার পর ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

গত শুক্রবার বিকেলে তাকে আইসিইউ থেকে আলাদা কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং কথাবার্তাও বলছেন। এদিকে সৌমিত্রের মেয়ে পৌলোমী বসু গত শনিবার ভারতীয় গণমাধ্যমকে বলেন, `যা শুনেছি, বাবাকে হয়তো আরও কিছু দিন পর্যবেক্ষণে রাখবেন। কয়েকটি ওষুধের কোর্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।`

তিনি আরও জানান, `সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া হতে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, গত বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এই অভিনেতাকে। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।