Bahumatrik :: বহুমাত্রিক
 
১ আশ্বিন ১৪২৬, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাপ আতংকে কুবির আবাসিক হলের শিক্ষার্থীরা


০৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার, ০৮:৩৭  পিএম

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


সাপ আতংকে কুবির আবাসিক হলের শিক্ষার্থীরা

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবসিক হলগুলোতে সাপের উপদ্রুব কমছেই না। হলগুলো পাহাড়ি এলাকায় বিভিন্ন সময় হলে ঢুকে পড়ছে সাপ। ফলে শিক্ষার্থীদের মাঝে কাজ করছে সাপ আতংক।

শুক্রবার দিবাগত রাতেও বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একটি বিষাক্ত সাপ মারা হয়েছে। হলের উত্তর ব্লকের নীচতলায় ওয়াশরুমের পাশ দিয়ে সাপটি ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সাপটিকে মেরে ফেলেন।

প্রত্যক্ষদর্শী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ মোল্লা জানান, `রাত ১টার পরে আমি হাত-মুখ ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গিয়ে দেখি জানালা গলে সাপটি ভেতরে আসার চেষ্টা করছে। সাথে সাথে আমি আমার বন্ধুদের ডাকি। প্রথমে একটি লাঠি দিয়ে গুঁতো দিলে সাপটি ভয়ঙ্করভাবে ছোবল তুলে ধেয়ে আসে আমাদের দিকে। পরে আমরা সাপটিকে মারতে বাধ্য হই।`

হলের একাধিক শিক্ষার্থী জানান, পাহাড়ঘেরা বন্য ক্যাম্পাস হওয়ায় প্রায়ই আবাসিক হলে বিষাক্ত সাপ দেখা যায়। অনেক সময় ওয়াশরুম-বাথরুম ব্যবহার করতে গিয়ে আতঙ্কে থাকতে হয়। হল প্রশাসন সাপের কথা জেনেও উপদ্রব ঠেকাতে কার্বলিক এসিড বা এজাতীয় কোনো প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে না। এতে যেকোনো সময় বিপদ ঘটতে পারে।
এ ব্যাপারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, `সাপের উপদ্রবের বিষয়টি জানি। খুব শীঘ্রই হলের বিভিন্ন স্থানে কার্বলিক এসিড দেওয়া হবে। হল পাহাড়ঘেরা হওয়ায় শিক্ষার্থীদেরও সতর্কতা অবলম্বন করা জরুরি।`

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।