Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আষাঢ় ১৪২৮, বুধবার ২৩ জুন ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অভিনেতা দিলীপ কুমার


০৬ জুন ২০২১ রবিবার, ০১:৫০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অভিনেতা দিলীপ কুমার

শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। খবর হিন্দুস্তান টাইমস’র

অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছেন বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। মে মাসের শুরুতেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে। বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে তার। বর্তমানে চিকিৎসক জালিল পার্কারের অধীনে চলছে তার চিকিৎসা।

দিলীপ কুমারের বর্তমান বয়স ৯৮ বছর। ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। 

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।