Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ চৈত্র ১৪২৬, বুধবার ০১ এপ্রিল ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিশু নবীনের কণ্ঠে বঙ্গবন্ধুর সেই ভাষণ


০৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার, ১২:৩৫  এএম

মাসুম বিল্লাহ মাজেদ

বহুমাত্রিক.কম


শিশু নবীনের কণ্ঠে বঙ্গবন্ধুর সেই ভাষণ

গাজীপুর: গাজীপুর এম এ এইচ আরিফ উচ্চ বিদ্যালয় এর ৭ম শ্রেণির ছাত্র নাবিল হায়দার নবীন। ৫ম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি এই ছাত্রের কণ্ঠে সোমবার শোনা গেল সেই ঐতিহাসিক ভাষণ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ আন্দোলিত করে মুক্তিপাগল কোটি বাঙালিকে।

সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের ছবি অংকন, কবিতা আবৃত্তি ও ৭ মার্চ এর ভাষণ প্রতিযোগিতায় অংশ নেয় নবীন। মুজিব কোটে শিশু নবীনের ভঙ্গিমায় ফুটে উঠে বঙ্গবন্ধুর চিরচেনা সেই রূপ। 

গাজীপুর বারের আইনজীবী ফারহানা ও ব্যবসায়ী লতিফ হায়দারের ছেলে নবীনের কণ্ঠে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ শোনে উপস্থিত দর্শকরা আপ্লুত হন। নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার স্থপতিকে নিয়ে এই ভাবাবেগ সন্মোহিত করে সবাইকে। বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক, গাজীপুরের তত্ত্বাবধানে এই প্রতিযোগীতায় বিজয়ীদের আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পুরস্কার তুলে দেওয়া হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।