Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

লবনলং থেকে মাটি খনন: টেকনো ড্রাগকে জরিমানা

মো. আলফাজ উদ্দীন, গাজীপুর থেকে

প্রকাশিত: ১১:২২, ৪ জুন ২০২১

প্রিন্ট:

লবনলং থেকে মাটি খনন: টেকনো ড্রাগকে জরিমানা

ছবি- বহুমাত্রিক.কম

গাজীপুরে বিলুপ্তপ্রায় লবনলং নদ থেকে অবৈধভাবে মাটি খনন করায় টেকনো ড্রাগ কোম্পানিকে জরিমানা করা হয়েছে। গাজীপুরে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ী এলাকায় লবনলং নদ থেকে মাটি খনন করার অভিযোগ উঠেছে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বেশ কিছু দিন ধরে অবৈধভাবে লবনং নদ থেকে মাটি খনন করে আসছে টেকনো ড্রাগ কোম্পানি, এ বিষয়ে খবর পায় গাজীপুর জেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে গিয়ে সরকারী নদ থেকে অবৈধভাবে মাটি খনন করার অপরাধে কোম্পানিটিকে জরিমানা করেন।

বহুমাত্রিক.কম

Walton
Walton