Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করোনা পজিটিভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করোনা পজিটিভ

করোনা আক্রান্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রোববার করোনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে শনিবার জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি করোনা পজিটিভ বলে জানান সংসদ মেডিকেল সেন্টারের চিকিৎসক।

সংসদ মেডিকেল সেন্টার থেকে জানানো হয়, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপির করোনা পজিটিভ। সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।