Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

ব্যবস্থাপক করোনায় আক্রান্ত:কৃষি ব্যাংকের গলাচিপা শাখা বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ৩১ মে ২০২০

আপডেট: ২২:২৭, ৩১ মে ২০২০

প্রিন্ট:

ব্যবস্থাপক করোনায় আক্রান্ত:কৃষি ব্যাংকের গলাচিপা শাখা বন্ধ

কৃষি ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রোববার থেকে ব্যাংকটির লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।

ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ ১০ এবং উপজেলা প্রশাসনের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এরা সবাই সুস্থ আছেন বলেন জানিয়েছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, কৃষি ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা কভিড-১৯ পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এর পরেই রোববার সকালে কৃষি ব্যাংক গলাচিপা শাখার লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

পাশাপাশি ব্যাংকটির এ শাখায় কর্মরত ১০ জন কর্মকর্তা কর্মচারীদের রোববার নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে এই ১০ কর্মকর্তা কর্মচারীকে নমুনার ফলাফল না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ব্যাংকটি লেনদেন আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। দ্রুত জীবাণুনাশক স্প্রেসহ সব ঠিক করে আবার লেনদেন শুরু করতে বলা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables