Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

বন্ধ হয়ে গেল স্যামসাং টাইজেন অ্যাপ স্টোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১১ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

বন্ধ হয়ে গেল স্যামসাং টাইজেন অ্যাপ স্টোর

বন্ধ হল স্যামসাংয়ের টাইজেন অ্যাপ স্টোর। এখন থেকে নতুন কিংবা পুরাতন কোনেও ব্যবহারকারী অ্যাপ স্টোরটির অ্যাক্সেস পাবেন না। খবর জিএসএম এরিনা।

গত বছরের জুনে স্যামসাং অ্যাপ স্টোরটিতে নতুন নিবন্ধন বন্ধ করে দেয়। শুধুমাত্র বিদ্যমান ব্যবহারকারী এবং যারা পূর্বে অ্যাপস ডাউনলোড করেছিল তাদের জন্য স্টোরটি চালু ছিল।

বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর সকলের জন্যই স্থায়ীভাবে টাইজেন অ্যাপ স্টোর বন্ধ করে দেওয়া হয়। ফলে আপনি যদি স্যামসাং জেড সিরিজের স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এখনই অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে সুইচ করার সময় এসেছে।

টাইজেন অপারেটিং সিস্টেম চালিত সর্বশেষ ফোনটি ‘স্যামসাং জেড৪’ বাজারে এসেছিল ২০১৭ সালে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer