
বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনায় আহত বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত শানু মারা গেছেন। শজিমেকের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার জানান-আজ সকালে শজিমেক হাসপাতালে আইসিইউ তিনি মারা যান।
সাংবাদিক শানু গত শুক্রবার রাত পৌণে ১১টার দিকে মোটরসাইকেল যোগে শহরের হাসপাতালের সামনে বগুড়া-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে শানুর পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে আইসিইউ স্থানান্তর করে চিকিৎসকেরা। সেই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ি মহাশ্মশানে তার মা-বাবার পাশে সমাহিত করা হবে।
এদিকে, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক শানুর মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন শোক বিবৃতি প্রদান করেছেন। এ সময় বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি তার মরদেহের পুষ্পমাল্য অর্পন করেন।