Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ আশ্বিন ১৪২৭, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পরপর দুই বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ


০৭ আগস্ট ২০২০ শুক্রবার, ১০:০২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


পরপর দুই বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছর অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছিল৷ অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির গুরুত্বপূ্র্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে৷ তার পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। পরপর দুই বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

আইসিসি-র এই বৈঠকে ছিলেন বিসিসিআই-র প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি অজি ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও ছিলেন৷

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।