Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ২৫ মে ২০২০, ৮:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নুসরাতের হলুদ বৃহস্পতিবার, বিয়ে ১৯ জুন


১২ জুন ২০১৯ বুধবার, ০৯:৪৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


নুসরাতের হলুদ বৃহস্পতিবার, বিয়ে ১৯ জুন

ঢাকা : টলিপাড়ায় এখন শুধুই অভিনেত্রী নুসরাতের বিয়ের বাজনা বাজছে। আর একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় নুসরাতের বাড়িতে অনুষ্ঠিত হবে তার গায়ে হলুদ। প্রেমিক নিখিল জৈনকেই অবশেষে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আগামী ১৯ জুন ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। আগে ১৩ জুন, সকালে কলকাতায় তার নিজের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকবেন গায়ে হলুদের অনুষ্ঠানে।

ইস্তানবুলে ১৭ জুন বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। ১৮ জুন মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯ জুন বিয়ে। ইস্তানবুলেও মিমি উপস্থিত থাকবেন। এমনটাই জানা গেছে।

এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখিল জৈনর সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নুসরাত।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।