Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০, ৩:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিজের বইয়ের পাঠ আলোচনায় শুভেচ্ছায় সিক্ত কবি আশামণি


৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার, ০১:০৭  এএম

নড়াইল সংবাদদাতা

বহুমাত্রিক.কম


নিজের বইয়ের পাঠ আলোচনায় শুভেচ্ছায় সিক্ত কবি আশামণি

নড়াইল: বিশিষ্টজনদের হাতে নিজের লেখা দুইটি জনপ্রিয় বই তুলে দিলেন কবি ও প্রাবন্ধিক আশামণি। এসময় গ্রন্থগুলোর পাঠ আলোচনায়ও অংশ নেন তারা। আলোচনা পরিণত হয় জমজমাট সাহিত্য আড্ডায়।

সম্প্রতি নড়াইল জেলা শহরের চৌরাস্তায় এ সাহিত্য আড্ডায় সমকালীন সাহিত্যচর্চার নানা প্রসঙ্গ উঠে আসে। এসময় বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের মহাসচিব কবি আশামণি নিজের জনপ্রিয় দুটি বই ‘লাম্পট্য’ ও ‘বাসনার বহ্নি’ তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পী সমীর মজুমদার, স্থপতি বিধান কুমার সাহা, শিল্পী যাযবর মুনির ও শিক্ষক বরুণ কুমার বিশ্বাসের হাতে। 

এসময় প্রিয় লেখককে তাঁর সাহিত্যচর্চায় নিরলস অবদান রাখার জন্য প্রীতি ও শুভেচ্ছা জানান। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।