Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

দৃকের ‘বাংলাদেশ বর্ষসেরা প্রেস ফটো কনটেস্ট ২০২১’ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ১১ অক্টোবর ২০২১

প্রিন্ট:

দৃকের ‘বাংলাদেশ বর্ষসেরা প্রেস ফটো কনটেস্ট ২০২১’ ঘোষণা

ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থপথস্থ দৃকপাঠ ভবনে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানভাবে অংশ নেন ঢাকাভিত্তিক আলোকচিত্র সাংবাদিকরা। সভায় আলোচকরা সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক আইনের প্রয়োগ ও মজুরি অধিকারজনিত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এই সভায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম `বাংলাদেশ বর্ষসেরা প্রেস ফটো কনটেস্ট ২০২১` এর ঘোষণা দেন। দৃক পিকচার লাইব্রেরি মনে করে সংবাদ মাধ্যমের আলোকচিত্রী হলেন সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা পেশাজীবি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশী আলোকচিত্রীরা প্রশংসিত হয়েছেন বিশ্বজুড়ে, তবুও তাদের সামষ্টিক মেধার কোন আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের কোন মূল্যায়ণ নেই। বাংলাদেশ বর্ষসেরা প্রেস ফটো কনটেস্ট স্বীকৃতি দেয় সেইসব নারী ও পুরুষদের, যারা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা। শীর্ষস্থানীয় পেশাজীবিদের একটি প্যানেল গত এক বছরের সেরা ফটোজার্নালিজম ও ডকুমেন্টারি আলোকচিত্র নির্বাচন করবে। এটি চিহ্নিত করার মধ্য দিয়ে তাদের কাজের মানের ওপর আলোকপাত করা হবে।  

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ  

আমিনা নিয়ামত
ইকুয়ালিটি, ডাইভার্সিটি ও কমিউনিকেশনস অফিসার, দৃক  
মোবাইলঃ +৮৮০১৭০৮৪১৬০৭৪  
ইমইেলঃ [email protected]