Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে কৃতজ্ঞ অমিতাভ বচ্চন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে কৃতজ্ঞ অমিতাভ বচ্চন

ঢাকা : এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

২৪ সেপ্টেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তায় আপ্লুত হয়েছেন বিগ বি। ৭৬ বছর বয়সী এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, তিনি ‘অত্যন্ত কৃতজ্ঞ এবং বিনীত’।

সুদীর্ঘ চলচ্চিত্রজীবনে এই কিংবদন্তি অভিনেতা ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘পা’ (২০০৯) এবং ‘পিকু’র (২০১৫) মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার চারটি জাতীয় পুরস্কার লাভ করেছেন।

অমিতাভ বচ্চনের সম্মানের তালিকায় রয়েছে ‘পদ্মশ্রী’ (১৯৮৪), ‘পদ্মভূষণ’ (২০০১) এবং ‘পদ্ম বিভূষণ’ (২০১৫)।