Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

টাইগারদের স্পিন কোচ ভেট্টরি এখন ঢাকায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

টাইগারদের স্পিন কোচ ভেট্টরি এখন ঢাকায়

ঢাকা : শুক্রবার বিকেল থেকে টাইগাররা যোগ দিচ্ছেন ভারত সফরের অনুশীলন ক্যাম্পে। সেখানে তাদের দেখভাল করতে এরইমধ্যে ঢাকায় চলে এসেছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি।

 

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক কোচিং ক্যারিয়ারে ৫টি মওশুম কাটিয়েছেন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে। ২০১৪ থেকে ২০১৮, এই ৫ বছর বেঙ্গালুরুর কোচ এখন বাংলাদেশ দলের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ। ভারতের সাবেক স্পিনার সুনীল যোশীর স্থলে গত জুলাই মাসে নিয়োগ পেয়েছেন তিনি।

কিউই লিজেন্ডারি এবং হাই প্রোফাইল কোচ ভেট্টরি ১০০ দিন থাকবেন সাকিবদের সঙ্গে। অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে তার বাংলাদেশ দলের ভারত সফরের মধ্য দিয়ে। ভারত সফরে প্রথমে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর শুরু হবে এ সিরিজ। এর পর গড়াবে ২ ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৪ নভেম্বর। গুরুত্বপূর্ণ এ সফর সামনে রেখে শিষ্যদের প্রস্তুত করবেন ভেট্টরি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables