Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

জাপানের কাছেই চীন-রাশিয়ার নৌমহড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২৩ অক্টোবর ২০২১

প্রিন্ট:

জাপানের কাছেই চীন-রাশিয়ার নৌমহড়া

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে টহল দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ।গেল রোববার থেকে শনিবার এই টহল অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এর আগে অক্টোবরের শুরুতে জাপান সাগরে নৌসহযোগিতা মহড়ার আয়োজন করেছিল মস্কো ও বেইজিং।

পশ্চিমাদের সঙ্গে যখন তাদের সম্পর্কের তিক্ততা বাড়ছে, তখন নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতা জোরদার করছে তারা।

নিজেদের জলসীমার কাছাকাছি হওয়ায় এই মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে জাপান।
চলতি সপ্তাহের শুরুতে টোকিও বলছে, জাপানের মূল দ্বীপ ও তার উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইদো থেকে বিচ্ছিন্ন টিসুগারো প্রণালী দিয়ে চীন-রাশিয়ার ১০টি নৌযান অগ্রসর হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাজের একটির গ্রুপ টিসুগারো প্রণালী দিয়ে প্রথমবারের মতো টহল দিয়েছে। এই প্রণালীকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।