Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ মাঘ ১৪২৭, রবিবার ২৪ জানুয়ারি ২০২১, ২:৫১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খ্যাতিমান অভিনেতা আলী যাকেরের জীবনাবসান


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৮:৫৩  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


খ্যাতিমান অভিনেতা আলী যাকেরের জীবনাবসান

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের মারা গেছেন। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দাফনের বিষয়টি সিদ্ধান্ত হয়নি। কোভিড পজেটিভ হওয়ার কারণে বরেণ্য এই অভিনেতার বিদায়ের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে কোনও আনুষ্ঠানিকতার সুযোগ আর পাচ্ছি না।

গত ১৭ নভেম্বর বার্ধক্য ও হার্টের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতা নিয়ে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আলী যাকেরকে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফল আসে।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন আলী যাকের।পরবর্তী সময়ে ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও তিনি হয়ে উঠেন অপ্রতিদ্বন্দী এক অভিনেতা। 

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।