Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩০ ১৪৩২, শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫

করোনায় চীনা কূটনীতিকরা বাংলাদেশ ছাড়বে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৩ এপ্রিল ২০২০

প্রিন্ট:

করোনায় চীনা কূটনীতিকরা বাংলাদেশ ছাড়বে না

ঢাকা: করোনা ভাইরাসের মধ্যে পাঁচটি বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা বাংলাদেশ ছেড়ে গেছেন। আরো কয়েকশ’ বিদেশি বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা করছেন।

কিন্তু এ অবস্থায় ঢাকাস্থ চীনা কূটনীতিকরা বাংলাদেশ ছেড়ে যাবে না বলে জানিয়েছে।ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা জানান।

চীনা মিশন উপপ্রধান বলেন, করোনা মহামারীর সময়ে চীন বাংলাদেশের জনগণের পাশে আছে।গত সপ্তাহে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে যাওয়া আমেরিকানদের ৮০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

এছাড়া ওই ফ্লাইটে বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা যাত্রীও ছিলেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তারা কাউকে বাংলাদেশ ছাড়তে বলছেন না।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব আমেরিকান স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ফিরতে চাচ্ছেন তাদের ফিরে যেতে সহায়তা করা হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables