Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

‘কত বড় আঘাত দেশের বাইরে না গেলে বুঝা কঠিন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ৫ জুলাই ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘কত বড় আঘাত দেশের বাইরে না গেলে বুঝা কঠিন’

চট্টগ্রাম : গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় উদ্ভূত পরিস্থিতিতে পরস্পরকে দোষারোপ না করে এই অবস্থা থেকে উদ্ধার পেতে চেষ্টার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সন্ধ্যায় স্যোশাল বিজনেস সেন্টার, চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। 

গুলশানের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘এই হামলাকারীদের মতো আরো কত ছেলেমেয়ে এই প্রক্রিয়ায় আছে তা আমরা জানি না। তাই পরস্পরকে দোষারোপ না করে এই অবস্থা থেকে উদ্ধার পেতে আমাদের চেষ্টা করতে হবে।’

 

ইউনূস বলেন, ‘এসব ট্যাজেডি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের যা কিছু করা দরকার তাই করতে হবে। বিলম্ব করলে আমাদের পরিণতি আরো ভয়াবহ হবে। এটি যে কত বড় আঘাত তা দেশের বাইরে না গেলে বুঝা কঠিন।’

‘সারা বিশ্বের কাছে আমাদের এ বার্তা দিতে হবে, যে নমুনা তোমরা দেখেছ, সেটি আমাদের জাতিগত নয়। ভবিষ্যতে যাতে এসব ঘটনা আর না হয় তার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে’-যোগ করেন এই অর্থনীতিবিদ। 

অনুষ্ঠানে গুলশান হামলার পর পরিবর্তিত পরিস্থিতিতে ২৮ জুলাই দেশে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন মুহাম্মদ ইউনূস।

বহুমাত্রিক.কম

Walton
Walton