Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ মাঘ ১৪২৭, সোমবার ১৮ জানুয়ারি ২০২১, ১২:২১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এটিএম শামসুজ্জামান আবারও হাসপাতালে


২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, ১১:৩৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


এটিএম শামসুজ্জামান আবারও হাসপাতালে

ঢাকা : অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হওয়ায় সোমবার তাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল।

কোয়েল বলেন, বাবার মূলত গ্যাসট্রিক ও মলত্যাগজনিত সমস্যা। এর আগে এ সমস্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবার সেটি শুরু হলে ডাক্তার দেখাতে এলে ডাক্তার তাকে ভর্তির জন্য নির্দেশনা দেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যায় বাবার নাকে পাইপ লাগিয়ে গ্যাস বের করা হয়েছে। ওষুধ দেয়ার পর এখন বিশ্রামে আছেন, তবে পুরোপুরি সুস্থ নন।ডাক্তার বলেছেন ভয়ের কোনো কারণ নেই, আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

এর আগে একই সমস্যার কারণে ২৬ এপ্রিল রাতে এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার অবস্থা অবনতি হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।