Bahumatrik :: বহুমাত্রিক
 
২৩ ফাল্গুন ১৪২৭, সোমবার ০৮ মার্চ ২০২১, ১২:১২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইপিআই স্টোরে নেওয়া হয়েছে করোনার টিকা


২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার, ০১:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ইপিআই স্টোরে নেওয়া হয়েছে করোনার টিকা

ঢাকা: উপহার হিসেবে ভারতের দেওয়া করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁওয়ের জেলা ইপিআই স্টোরে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী দু’টি কাভার্ড ভ্যান নিয়ে পুলিশের স্কট টিম ইপিআই স্টোরের দিকে রওনা দেয়।

দুপুর ১টার দিকে ইপিআই স্টোরে পৌঁছে যায় টিকাবাহী গাড়িগুলো। বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।