Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ার গুমাইল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

আশুলিয়ার গুমাইল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি- বহুমাত্রিক.কম

সাভারের আশুলিয়ার গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুমাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গুমাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোমতাজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নূরুল আমিন সরকার।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গুমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক মোল্লা, গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, স্থানীয় ইউপি সদস্য বকুল হোসেন সরকারসহ উভয় স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables