Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ শ্রাবণ ১৪২৮, রবিবার ২৫ জুলাই ২০২১, ৩:৫২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজ ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল


০১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার, ১১:৪০  এএম

বহুমাত্রিক ডেস্ক


আজ ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল

ঢাকা : বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে ভারত নারী ‘এ’ ক্রিকেট দল।

জানা গেছে,  মঙ্গলবার ঢাকায় পৌঁছেই বন্দর নগরী চট্টগ্রামে যাবে ভারতীয় প্রমীলারা। সেখানে ৩ অক্টোবর অনুশীলন শেষে ৪ অক্টোবর প্রথম ওয়ানডে খেলবে দুই দল। এরপরে ৬ ও ৮ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সাবাজারে যাবে দুই দল। ১১ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর ও ১৪ অক্টোবর হবে ।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজের
সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।