Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সংসদে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ৩ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সংসদে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

ঢাকা : জাতীয় সংসদে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ পাস করা হয়েছে।

পারমাণবিক কলা-কৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করে টেকসই এবং উৎপাদনশীল একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে।

বুধবার রাতে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এরআগে ৩১ জানুয়ারী সংসদে বিলটি উত্থাপন করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি নিয়ে আলোচনাকালে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দলীয় সদস্য মো. ফখরুল ইমাম। কিন্তু সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer