Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

লাইফ সাপোর্টে শিল্পী আবদুল জব্বার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২৭ আগস্ট ২০১৭

আপডেট: ১৩:০০, ২৭ আগস্ট ২০১৭

প্রিন্ট:

লাইফ সাপোর্টে শিল্পী আবদুল জব্বার

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান।

এই চিকিৎসক বলেন, ‘শনিবার রাত থেকেই আবদুল জব্বার সংজ্ঞাহীন হয়ে কোমায় আছেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ দ্রুতই নেমে যাচ্ছে। শরীরের অন্য অর্গানগুলোও কাজ করছে না। তাই অবস্থা একদমই ভালো নয়।’

শিল্পীর স্ত্রী হালিমা জব্বার বলেন, ‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আস। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

শনিবার দুপুর থেকেই সব ধরনের চিকিৎসা ও খাওয়া-দাওয়া বন্ধ রয়েছে আবদুল জব্বারের।

গুণী এই শিল্পীর ছোট ছেলে বাবু জব্বার জানান, শরীর সাপোর্ট না করায় বাবার চিকিৎসা ও খাওয়া-দাওয়া বন্ধ করেছেন চিকিৎসকরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer