Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৯ জুন ২০১৭

আপডেট: ১৪:৫৭, ১৯ জুন ২০১৭

প্রিন্ট:

‘মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে’

ঢাকা : মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর অধীনে প্রতি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধার অনুপাতে বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে। ২৭১ দশমিক ১২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এ প্রকল্পের আওতায় ৫০০ বর্গফুটের ১টি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৯৭১টি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ২ হাজার ২৬৩টি বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, বাকি ৩৮৭টির কাজ চলমান রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer