Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বেরোবিতে ‘সিএসই ফেস্টিভ্যাল’ উদ্বোধন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ২০ নভেম্বর ২০১৭

আপডেট: ০২:১৭, ২০ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

বেরোবিতে ‘সিএসই ফেস্টিভ্যাল’ উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১৭’ শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘এ ধরনের সকল অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশে এবং একই সাথে সৃষ্টিশীল কাজের সহায়ক ভূমিকা রাখে।’

তিন দিনব্যাপী সিএসই ফেস্টিভ্যাল অনুষ্ঠানের প্রথম দিনে ‘ইনোভেশন হাব’ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু কালাম মোহাম্মদ ফরিদ উল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট চলতি দায়িত্ব তাবিউর রহমার প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সফটওয়ার এক্সিবিশন এবং দুপুর ১২ টায় প্রোগ্রামিং কন্টেস্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় এবং তৃতীয় দিন যথাক্রমে ২০ ও ২১ নভেম্বর কম্পিউটার গেমিং কন্টেস্ট এবং অন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইনোভেশন হাব সরকারের এটুআই প্রকল্পের মাধ্যমে পরিচালিত। বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, গবেষকদের সম্মিলিত একটা প্লাট-ফর্ম, যা ইনোভেশন ল্যাবের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তি গবেষনা সম্প্রসারনের লক্ষে গঠন করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer